বরিশালে আ.লীগের মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহকে শোকজ নোটিশ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাদিক আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

নির্বাচন

বরিশালে আ.লীগের মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহকে শোকজ নোটিশ

  • বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুলাই, ২০১৮

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাদিক আবদুল্লাহকে কারণ দর্শাও নোটিস দিয়েছে নির্বাচন কমিশন।

রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানিয়েছেন, নির্বাচন কমিশনের বেধে দেওয়া সময়ের বাইরে এসে শনিবার সন্ধ্যায় ‘উঠান বৈঠক’ করার অভিযোগে নৌকার প্রার্থীকে এই নোটিস পাঠানো হয়েছে। আজ সন্ধ্যা ৬টার মধ্যে সাদিক আবদুল্লাহকে ওই নোটিসের জবাব দিতে বলেছে নির্বাচন কমিশন।

গতকাল শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের প্রার্থী উঠান বৈঠকের নামে বিশাল সমাবেশ করছেন বলে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবাইদুর রহমান।

এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি, সাদিক পথসভা করছেন। তাতে লোকজনও জড়ো হচ্ছে। বিভিন্ন চ্যানেলে সেই বৈঠকের ছবি আমরা দেখেছি। পরে আমরা তাকে শোকজ করেছি।

তিনি বলেন, সব নির্বাচনেই আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকি। এ নির্বাচনে কোনো দুর্ঘটনা যেন না ঘটে সেদিকে আমরা লক্ষ্য রাখছি। এ নির্বাচনের কোনো ঘটনা যেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলতে না পারে, সেদিকে লক্ষ্য রেখেও আমরা কাজ করছি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads