বন্ধ হচ্ছে ইয়াহু মেসেঞ্জার

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং সেবা ইয়াহু মেসেঞ্জার

ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

বন্ধ হচ্ছে ইয়াহু মেসেঞ্জার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১০ জুন, ২০১৮

একসময়ের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং সেবা ইয়াহু মেসেঞ্জার বন্ধ হচ্ছে ১৭ জুলাই। শুক্রবার এ কথা জানিয়েছে ইয়াহু। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ সময়ের পর থেকে আগ্রহীদের জন্য রয়েছে বিকল্প মেসেজিং প্ল্যাটফর্ম স্কুইরেল। ইয়াহুর নতুন এ অ্যাপটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। শুধুমাত্র আমন্ত্রণের ভিত্তিতে এটি ব্যবহার করা যাবে।

ইয়াহু জানিয়েছে, আগামী ছয় মাস পর্যন্ত মেসেঞ্জার থেকে চ্যাট হিস্টরি ডাউনলোড করে নেওয়া যাবে। প্রয়োজনীয় কোনো তথ্যের জন্য হিস্টরি ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। ১৭ জুলাইয়ের পর লগইন করার আর সুযোগ না থাকায় এ পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জনপ্রিয় কোনো মেসেজিং অ্যাপ বন্ধের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে এওএল মেসেঞ্জার বন্ধ করেছিল আমেরিকান অনলাইন। গত বছরের ১৫ ডিসেম্বর থেকে অ্যাপটির সেবা বন্ধ হয়। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর একচেটিয়া জনপ্রিয়তার কারণে গ্রাহক হারাচ্ছিল মেসেজিং অ্যাপগুলো। বন্ধের পেছনে এটিই মূল কারণ বলেও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads