বন্ধুর সাহায্য পেতে পারেন সিংহ রাশির জাতকরা

রাশিচক্র

সংরক্ষিত ছবি

বিবিধ

বন্ধুর সাহায্য পেতে পারেন সিংহ রাশির জাতকরা

  • প্রকাশিত ১৪ জুলাই, ২০১৮

রাশির পূর্বাভাস (১৪.০৭.১৮)

মেষ : (২১ মার্চ - ২০ এপ্রিল) বিদেশ থেকে কোনো ভালো সংবাদ আশা করতে পারেন। গার্মেন্ট ও মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের ভালো আয় হতে পারে।

বৃষ : (২১ এপ্রিল - ২১ মে) ব্যবসায়িক বকেয়া টাকা আদায় হতে পারে। বকেয়া বেতন-বোনাস লাভের যোগ বলবান। বাড়িতে অতিথির আগমন হতে পারে।

মিথুন : (২২ মে - ২১ জুন) মানসিক অশান্তি বাড়তে পারে। দাতব্য কাজের জন্য সুনাম বৃদ্ধি পাবে। রাজনৈতিক ব্যক্তিদের দিনটি শুভ সম্ভাবনাময়।

কর্কট : (২২ জুন - ২২ জুলাই) প্রবাসীদের কর্মস্থলে উন্নতির সম্ভাবনা।  পরিবার-পরিজন নিয়ে দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে।

সিংহ : (২৩ জুলাই - ২৩ আগস্ট) বকেয়া টাকা আদায় করতে চেষ্টা করতে পারেন। সাংসারিক কোনো বিষয়ে বড় ভাইবোনের পরামর্শ বা আর্থিক সাহায্য কাজে আসবে। বন্ধুর সাহায্য পেতে পারেন।  

কন্যা : (২৪ আগস্ট - ২৩ সেপ্টেম্বর) রাজনৈতিক ও সামাজিক কাজে  অগ্রগতি হতে পারে। গণসংযোগে কর্মরতদের দিনটি ভালো যাবে। নতুন কোনো দায়িত্ব পেতে পারেন।

তুলা : (২৪ সেপ্টেম্বর - ২৩ অক্টোবর) ভাগ্যে উন্নতির যোগ প্রবল। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন। জীবিকার জন্য বিদেশযাত্রার যোগ প্রবল।

বৃশ্চিক : (২৪ অক্টোবর - ২২ নভেম্বর) ব্যাংকঋণ সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীরা কিছু দুশ্চিন্তায় ভুগতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লোকসানের আশঙ্কা প্রবল।

ধনু : (২৩ নভেম্বর - ২১ ডিসেম্বর) ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে। অবিবাহিতদের বিবাহের আলোচনায় বাধাবিপত্তি দেখা দেবে। আত্মীয়ের বাসায় বেড়াতে যেতে পারেন।

মকর : (২২ ডিসেম্বর - ২০ জানুয়ারি) বাড়িতে কাজের লোকের কারণে কোনো মূল্যবান দ্রব্য খোয়া যেতে পারে। শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। হঠাৎ কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

কুম্ভ : (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি) শিল্পী ও সাহিত্যিকদের দিনটি ব্যস্ততায় কাটবে। রোমান্টিক যোগাযোগ শুভ। দুর্নাম থেকে সতর্ক হতে হবে।

মীন : (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) বাড়িতে কোনো আত্মীয়ের আগমনে আনন্দিত হবেন। যানবাহন লাভের যোগ বলবান। মায়ের শরীর-স্বাস্থ্য ভালো যাবে না। সামাজিক কাজকর্মে সাফল্য লাভের যোগ রয়েছে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads