দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা না থাকায় দেশের চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আজ শনিবার আবহাওয়া অধিদফতরের এক বিশেষ বুলেটিনে এ কথা বলা হয়েছে।
বুলেটিনে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
বুলেটিনে আরও বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।