মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে আহত ৪

কসবা ম্যাপ

সারা দেশ

মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে আহত ৪

  • কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ সেপ্টেম্বর, ২০১৮

কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বিএসএফ’র ৪ জন আহতে হয়েছে। এসময় খালেক (৭০) নামক এক জনকে ধরে নিয়ে যায় বিএসএফ

শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে  মাদলা গ্রামে এই ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধরা হলো, শাজাহান (৫৮), রাসেল (২২), নান্নু (৫০), ফারুক (২২)। ওইদিন সন্ধায় কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের দেহ থেকে রাবার বুলেট বের করা হয়েছে।

গ্রামবাসী জানায়, বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে গরু ছিনিয়ে নেয়াকে কেন্দ্র করে গ্রামবাসী ও বিএসএফ’র মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির এক পর্যায়ে বিএসএফ গুলি ছুঁড়ে। এসময় ৪ ব্যক্তি গুলিবিদ্ধ হয়। এসময় এক জনকে ধরে নিয়ে যায় বিএসএফ।

এ ব্যাপারে ৬০ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক ল্যাফটেন্ট কর্ণেল জাহিদ এর মেবাইল নাম্বারে বার বার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads