বঙ্গবন্ধু 

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান

সংরক্ষিত ছবি

ফিচার

বঙ্গবন্ধু 

  • আনিফ রুবেদ 
  • প্রকাশিত ১১ অগাস্ট, ২০১৮

 

সূর্য ডোবার সময় হঠাৎ করেই মনে পড়ে যায় 

আজ সকালের সূর্য ওঠার দৃশ্য। আঁধার থাকতেই 

ভেঙে গেছিল ঘুম আর সূর্য উঠছিল না। 

আর প্রতীক্ষার মধ্যে সাহায্য করার জন্য উঠে এসেছিল মোরগটা। 

লাল ঝুঁটির মোরগ রাজ আদেশ 

দেবার ভঙ্গিমায় পাঁচিলের উপর দাঁড়িয়ে ডাকে, 

সূর্যটাকে ওঠার জন্য ডাকে। মোরগের এ সূর্যডাকে 

সবকিছু ওঠে, জেগে ওঠে সূর্য আর হাসি ছড়িয়ে 

গেল পেখমনাচ হাসি। 

 

সূর্য ডোবার সময় মনে হতে শুরু করল, কাল 

থেকে আর কখনোই সূর্য উঠবে না কারণ আমরা 

দুপুরের মধ্যেই ভোররাজ মোরগটাকে ছোরা চালিয়ে 

হত্যা করেছি আর মাংস খেয়েছি। 

সত্যি সত্যি এখন পর্যন্ত আমাদের পৃথিবীতে 

সূর্য ওঠেনি। কারণ সূর্যডাক মোরগটা 

আর নেই। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads