উৎক্ষেপণের প্রক্রিয়া শুরু হলেও শেষ মুহুর্তে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের যাত্রা পিছিয়ে গেল। সমস্যা দেখা দেওয়ায় স্যাটেলাইটটি আর ওড়েনি।
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটির উৎক্ষেপন ২৪ ঘণ্টার মতো পিয়েছে গেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
শুক্রবার বাংলাদেশ সময় ভোররাত ৩টা ৪৭ মিনিটে এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরুর কথা ছিল।
তবে ইতিহাস সৃষ্টির জন্য অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। এটি উৎক্ষেপন হলে স্যাটেলাইটধারী ৫৭তম দেশ হিসেবে আত্মপ্রকাশের জন্য এ অপেক্ষা।
সব ঠিক থাকলে পৃথিবীর চারপাশ প্রদক্ষিণ করতে শনিবার ছুটবে এক খন্ড বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের স্পেসএক্স এক্সপ্লোরেশন টেকনোলজিস করপোরেশনের ফ্যালকন-৯ রকেটের নতুন সংস্করণ ‘ব্লক-ফাইভ’নিয়ে যাবে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাটকে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) জন এফ কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত হবে ফ্যালকন-৯। এই রকেটে করে কক্ষপথে পাঠানো হচ্ছে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি। এই নভোযানটি ৩৫ হাজার ৭৮৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আট দিন পর কক্ষপথে প্রবেশ করবে। তবে আবহাওয়া ও কারিগরি বিষয়গুলো ঠিকঠাক থাকলে এমনটাই হওয়ার কথা।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডো শহরের কেইপ কেনাভেরালে কেনেডি স্পেস সেন্টারের ঐতিহাসিক ‘লঞ্চ কমপ্লেক্স ৩৯’ থেকে উৎক্ষেপণ এই রকেট। একই লঞ্চ প্যাড থেকে ১৯৬৯ সালে চন্দ্রাভিযানে যাত্রা করেছিল ‘অ্যাপোলো-১১’। সেখান থেকেই যাত্রা শুরু করার কথা ‘বঙ্গবন্ধু-১’।
তবে বৃহস্পতিবার উৎক্ষেপণস্থলে অবস্থানকারী বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ গণমাধ্যমকে বলেন, বহু ঘটনা আছে, যেখানে ক্ষণগণনার একেবারে শেষ পর্যায়ে গিয়েও উৎক্ষেপণ স্থগিত করতে হয়েছিল। এবারের স্যাটেলাইটের সার্বিক পরীক্ষার ফল ইতিবাচক বলেও জানান বিটিআরসি প্রধান।
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের জানান, স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য পুরোপুরি প্রস্তুত। উৎক্ষেপণের জন্য স্যাটেলাইট, লঞ্চার ও লঞ্চিং প্যাড রেডি করা হয়েছে। বুধবার রাতেই রকেটটি (বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিন) লঞ্চিং প্যাডে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের পতাকাবাহী নভোযানের যে ছবিটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেটি আসল নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান- স্যাটেলাইটের গায়ে পতাকা নয়, রয়েছে তার হাতে লেখা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান। স্যাটেলাইট উদ্বোধনের সময় স্পেসএক্স প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করবে বলেও তিনি এক সাক্ষাৎকারে উল্লেখ করেন।