বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের পদযাত্রা অনুষ্ঠিত

মানচিত্রে বগুড়া

সংগৃহীত ছবি

রাজনীতি

বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের পদযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশিত ৬ নভেম্বর, ২০১৮

আওয়ামী দুঃশাসনের অবসান এবং সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ ভেঙ্গে দেওয়া, নির্বাচন কমিশন পুনঃগঠন, নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ অংশগ্রহণযোগ্য নির্বাচনের দাবীতে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্র ঘোষিত দেশব্যাপী পদযাত্রা কর্মসূচীর অংশ হিসাবে আজ মঙ্গলবার সকাল ১১ টায় বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখার উদ্যোগে বগুড়া’র সাতমাথা থেকে মাটিডালি বিমানমোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রার উদ্বোধনী সমাাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলার সমন্বয়ক বাসদ বগুড়া জেলার আহবায়ক কমরেড এড. সাইফুল ইসলাম পল্টু।

পদযাত্রা কর্মসূচী চলাকালে দত্তবাড়ী, কালিতলা, কলেজবটতলা, বিসিক, মাটিডালিতে পথসভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা সভাপতি কমরেড জিন্নাতুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদ বগুড়া জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক আব্দুর রশিদ, বিপ্লবী ওয়ার্কাস পার্টি জেলা সমন্বয়ক শাহাদৎ হোসেন শান্ত, বাসদ মার্কসবাদী জেলা নেতা আঃ হাই প্রমুখ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জটিল, উত্তেজনাপূর্ণ ও বিপদজনক। এরকম একটি আর্থসামাজিক রাজনৈতিক অবস্থায় আগামী ৮ নভেম্বর ১১তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের মধ্যে ১১তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিকে হাঁটছেন ক্ষমতাসীন সরকার ও নির্বাচন কমিশন’।

তিনি আরো বলেন, ‘গত ৪৭ বছরের অভিজ্ঞতা প্রমান করেছে যে, দলীয় সরকারের অধীনে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো সুযোগ নেই। জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার জনগনের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। এই অগণতান্ত্রিক অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে’।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads