বকশীগঞ্জে সাবেক তথ্যমন্ত্রীর গণসংযোগ

সারমারা বাজারে বগারচর ইউনিয়ন আ.লীগ কার্যালয়ের সামনে বক্তব্য রাখছেন সাবেক তথ্যমন্ত্রঅ আবুল কালাম আজাদ এমপি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বকশীগঞ্জে সাবেক তথ্যমন্ত্রীর গণসংযোগ

  • বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ ডিসেম্বর, ২০১৮

জামালপুর-১(বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) সংসদীয় আসনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।

গতকাল শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যপক গনসংযোগ করেন তিনি। এরমধ্যে চন্দ্রাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়,সূর্যনগর,জিন্নাবাজার, নালার মোড়,পলাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,লাউচাপড়া বাজার, ধানুয়া কামালপুর ও সারমারা বাজারে ব্যপক গণসংযোগ করেন।

গণসংযোগ কালে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপদেষ্ঠা ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান, আ.লীগ নেতা সমাজসেবক এমদাদুল হক এমদাদ, মহিলা আ.লীগের সভাপতি শাহিনা বেগম, পৌর আ.লীগের যুগ্ম আহবায়ক আগা সাইয়ুম, এশিয়ান টিভির পরিচালক তাওফিক হোসেন খিজির, বাট্টাজোড় ইউনিয়ন আ.লীগের সভাপতি আবদুল কাদের, কামালপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাসান যোবায়ের হিটলার, বগারচর ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি এস এম ওমর আল ফারুক, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানসহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার সাথে ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads