ছবি: ইন্টারনেট

তথ্যপ্রযুক্তি

ফ্লিপকার্টের ৬০ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দিল অ্যামাজন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৪ মে, ২০১৮

ভারতের শীর্ষস্থানীয় ই-কমার্স কোম্পানি ফ্লিপকার্টের ৬০ শতাংশ শেয়ার কেনার জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে অ্যামাজন। সংবাদমাধ্যম সিএনবিসি-টিভি১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্লিপকার্টের শেয়ার কেনার বিষয়ে ওয়ালমার্ট যে উদ্যোগ নিয়েছে, অ্যামাজনের প্রস্তাবের কারণে তাতেও জটিলতা তৈরি হতে পারে।

বেশ কিছুদিন ধরেই ফ্লিপকার্টের শেয়ার কেনার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অ্যামাজন। তবে ফ্লিপকার্টের বিনিয়োগকারী এবং দুই সহ-প্রতিষ্ঠাতা ওয়ালমার্টের কাছে শেয়ার বিক্রির ব্যাপারেই বেশি আগ্রহী। সহ-প্রতিষ্ঠাতা সচীন বানসাল শিগগির ওয়ালমার্টের সঙ্গে চূড়ান্ত আলোচনায় বসতে পারেন বলেও জানা গেছে।

এর আগে গত মাসে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ফ্লিপকার্টের বেশিরভাগ শেয়ার কেনার জন্য কাজ করছে ওয়ালমার্ট। মূলত ভারতের ই-কমার্স বাজার সামনের দিনগুলোতে আরো বড় হবে, এমন সম্ভাবনাকে সামনে রেখেই এখানে বিনিয়োগ করতে আগ্রহী ওয়ালমার্ট। মরগান স্ট্যানলি এক বিশ্লেষণী প্রতিবেদনে জানিয়েছেন, আগামী দশ বছরে ফ্লিপকার্টের বাজারমূল্য ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে ভারতে ই-কমার্স খাতে শীর্ষে আছে ফ্লিপকার্ট।

এ বিষয়ে ওয়ালমার্টের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। অন্যদিকে বিষয়টিকে গুজব বলে আখ্যায়িত করে কোনো মন্তব্য করেনি অ্যামাজন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads