ফোবার্স ম্যাগাজিন সম্প্রতি ২০১৮ সালে সর্বোচ্চ আয় করেছেন এমন তারকাদের তালিকা প্রকাশ করেছে। শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন দুইজন নারী । ক্রীড়া ক্ষেত্রের বিতর্কিত তারকা রয়েছেন শীর্ষে
** তালিকার শীর্ষ স্থানে রয়েছেন বিতর্কিত বক্সার ফ্লয়েড মেওয়েদার, যার আয় ২৮৫ মিলিয়ন ডলার। মেওয়েদারকে সর্বকালের সেরা বক্সারদের একজন ভাবা হয়। কিন্তু পারিবারিক সহিংসতার অভিযোগে পাওয়া দন্ডাদেশ তার ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করেছে।
** তালিকার দুই নম্বরে আছেন জর্জ ক্লুনি। তিনি আয় করেছেন ২৩৯ মিলিয়ন ডলার, যা একজন অভিনেতা হিসেবে সর্বোচ্চ। এ অর্থ কোন সিনেমায় অভিনয়ের জন্য পাননি তিনি, বরং তার ট্যাকিলা কোম্পানির বিক্রির সুবাদে এ আয় ।
** সামাজিক যোগাযোগ মাধ্যম ও টিভি স্টার কাইলি জেনার আছেন ফোবার্স তালিকার তিন নম্বরে, আর নারীদের মধ্যে প্রথম । কাইলি কসমেটিক ব্র্যান্ডের কল্যানে তিনি প্রায় ১৬৭ মিলিয়ন ডলার আয় করেছেন।
** চতু্র্থ স্থানে আছেন আরেক টিভি তারকা জাজ জুডি, এ বছর মোট আয় ১৪৭ মিলিয়ন ডলার। তার আয়ের বড় অংশটি এসেছে কোর্ট রুম নিয়ে তার টিভি শো এর ব্যাক ক্যাটালগ বিক্রি থেকে।
** সঙ্গীত ব্যান্ড ইউটু আছে তালিকার পাঁচ নম্বরে।
** সঙ্গীত শিল্পী এড শিরান আছেন তালিকার ছয় নম্বরে
** কোল্ড প্লে এ বছর ওয়ার্ল্ড ট্যুর করে উঠে এসেছে শীর্ষ দশে
** ফুটবলার লিওনেল মেসি তালিকার আটে আছেন। গত বছর প্রায় ১১০ মিলিয়ন আয় করেছেন এই আর্জেন্টাইন তারকা ।
** তালিকার একমাত্র বেতনভোগী তারকা মিক্সড মার্শাল আর্টিস্ট কনর ম্যাকগ্রেগর। তিনি আছেন তালিকার নয় এ।
** পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন তালিকার দশ নম্বরে। গত বছর তার আয় ছিল প্রায় ১১০ মিলিয়ন মার্কিন ডলার।