ফেসবুকে ভাইরাল 'গোল্ডেন গার্ল' শীলা

সংগৃহীত ছবি

সারা দেশ

ফেসবুকে ভাইরাল 'গোল্ডেন গার্ল' শীলা

  • রিফাত আহমেদ রাসেল, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ অক্টোবর, ২০১৯

দেশের র্শীষ শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ন হওয়ার পর এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে রীতিমত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নেত্রকোনার দুর্গাপুরের মেয়ে ফারজানা হক শীলা।

গত শনিবার রাতে বুয়েটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট করতে শুরু করেছেন অনেকেই। ইতোমধ্যে ফেসবুকে 'গোন্ডেন গার্ল' হিসেবে পরিচিতি পেয়েছে করেছে শীলা।

দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার জন্ম শীলার। বাবা শামছুল হক একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরিবারের দ্বিতীয় সন্তান শীলা ছোটো থেকেই পড়াশুনায় অনেক মনোযোগী। ২০১৭ সালে দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও চলতি বছর ময়মনসিংহ সৈয়দ নজরুল কলেজ থেকে এইচএসসি তে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উওীর্ণ হয়। তাছাড়া স্কুলসহ জীবনের প্রতিটি পরীক্ষাই পেয়েছিলেন সর্বোচ্চ নম্বর।

দীর্ঘ এই পথ পাড়ি দিয়ে সাফল্যের এই কথা তুলে ধরে শীলা প্রতিনিধিকে জানায়, আমার সুপ্ত ইচ্ছা ছিল বুয়েটে চান্স পাওয়া। আল্লাহ আমার আশা পূরণ করেছেন। আমি সেরা প্রকৌশলী হয়ে আমার দেশের সেবা করতে চাই।

তিনি জানান, অন্য কাউকে বন্ধু না বানিয়ে পাঠ্যবইকে বন্ধু বানাও, ২৪ ঘন্টায় মাত্র ৬ ঘন্টা পড়াশুনা করো, বাবা-মা ও শিক্ষকদের সম্মান করে নৈতিক শিক্ষায় মনোনিবেশ করলেই সফল হওয়া যায়।

শীলার বাবা শামছুল হক জানায়, আমারা মেয়ে ছোট থেকেই স্বপ্ন ছিল সে বুয়েটে পড়ালেখা করে প্রকৌশলী হয়ে দেশে সেবা করবে। আজ তার এই স্বপ্ন পূরণ হয়েছে। আমি দেশবাসীর কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই সে যেন এক প্রকৌশলী হয়ে দেশের উন্নয়নে অংশ নিতে পারে।

শীলার এই অর্জন স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় হতে পারে বলে মনে করছেন তার শিক্ষকরা। তারা জানান, শীলার এই অর্জন শুরু তার একার নয় বরং পুরো নেত্রকোনা জেলাবাসির।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads