ফেসবুকে ক্ষমা চাইলেন ম্যারাডোনা

এভাবেই চুরুট টানছিলেন ম্যারাডোনা

গোলডটকম

ফুটবল

ফেসবুকে ক্ষমা চাইলেন ম্যারাডোনা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৮ জুন, ২০১৮

বিশ্বকাপে প্রথম ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর কাঠগড়ায় আর্জেন্টিনার দুই কিংবদন্তি। একজন, লিয়োনেল মেসি। অন্যজন, দিয়েগো ম্যারাডোনা। পেনাল্টি ফস্কানোর জেরে মেসি আর মাঠের বাইরে ভিআইপি বক্সে বসে আচরণের জন্য ম্যারাডোনা। কিন্তু ঠিক কী করেছিলেন ম্যারাডোনা?

আনন্দবাজার জানায়, ম্যারাডোনার বিরুদ্ধে দু’টো অভিযোগ উঠছে। প্রথমটি বর্ণবিদ্বেষী আচরণের। দ্বিতীয়টি, নিয়ম ভাঙার। বলা হচ্ছে, মাঠে উপস্থিত দক্ষিণ কোরিয়ার এক সমর্থকের উদ্দেশে নাকি বর্ণবিদ্বেষমূলক অঙ্গভঙ্গি করেন আর্জেন্টিনার কিংবদন্তি।

রবিবার সকালে নিজের ফেসবুক মারফত সেই অভিযোগের জবাব দেন তিনি। ম্যারাডোনা পোস্টে লিখেছেন, ‘দেখলাম, একজনকে ঘিরে জটলা। ছবিও তোলা হচ্ছিল। আমি ওদের সবাইকে বলি যে, দেখো এশিয়ার মানুষও আমাদের সমর্থন করছে। এটা দারুণ ব্যাপার।’

দ্বিতীয় ঘটনা ম্যারাডোনার চুরুট খাওয়া নিয়ে। স্টেডিয়ামে ফিফার বিশাল একটি হোর্ডিং টাঙানো ছিল। যেখানে লেখা ছিল, ‘তামাক মুক্ত ফিফা বিশ্বকাপে আপনাকে স্বাগত।’ তার কাছাকাছি বসেই ম্যারাডোনাকে চুরুট খেতে দেখা গিয়েছে। যা নিয়ে একদফা বিতর্ক তৈরি হয়। যা থামাতে ফেসবুকে ম্যারাডোনা লিখেছেন, ‘সত্যি কথা বলছি, আমি জানতামই না স্টেডিয়ামে কেউ ধূমপান করতে পারবে না। আমি এর জন্য ক্ষমা চেয়ে চাচ্ছি।’ তবে সবাইকে দলের পাশে দাঁড়ানোর আবেদন করেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads