ফেসবুককে ৫ লাখ পাউন্ড জরিমানা করল যুক্তরাজ্য

ফেসবুক

ছবি : ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুককে ৫ লাখ পাউন্ড জরিমানা করল যুক্তরাজ্য

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৬ অক্টোবর, ২০১৮

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে ৫ লাখ ডলার জরিমানা করেছে যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশনারস অফিস (আইসিও)। ক্যামব্রিজ অ্যানালিটিকার তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনায় এ জরিমানা করা হয়েছে। আইসিও’র তদন্তে দেখা গেছে, ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্যবহারকারীদের তথ্যভান্ডারে অ্যাপ ডেভেলপারদের অবাধ প্রবেশাধিকার ছিল। তবে তথ্য সুরক্ষায় ফেসবুক যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি বলে উল্লেখ করা হয়েছে এ তদন্ত প্রতিবেদনে। এ ছাড়া ফেসবুক এসব অ্যাপ যথাযথভাবে পরীক্ষা করতে ব্যর্থ হয়েছে, এমন অভিযোগও এনেছে আইসিও।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানিয়েছে, দেশটিতে তথ্য ফাঁসের দায়ে সংশ্লিষ্ট আইনে ৫ লাখ ডলারের বেশি জরিমানার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশনের অধীনে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে পারে ফেসবুক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads