ফের সিলেটের মেয়র আরিফুল হক

আরিফুল হক চৌধুরী

সংগৃহীত ছবি

নির্বাচন

ফের সিলেটের মেয়র আরিফুল হক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ অগাস্ট, ২০১৮

সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী আরিফুল হক চৌধুরী ফের মেয়র নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন নিয়ে ৯২ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদর উদ্দিন আহমেদ কামরান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৬ হাজার ৩৯৭ ভোট।

আজ শনিবার সকাল ৮টায় গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। একটানা ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। গত ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কেন্দ্র দখল ও ব্যালটবাক্স ছিনতাইয়ের ঘটনায় এ দুই কেন্দ্রের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।

গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২ হাজার ২২১ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ হাজার ৩১২টি।  এর মধ্যে ধানের শীষে আরিফুল হক পেয়েছেন ১ হাজার ৪৯ ভোট, নৌকায় কামরান পেয়েছেন ১৭৩ ভোট।

হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষে আরিফুল হক পেয়েছেন ১ হাজার ৫৩ ভোট, নৌকায় কামরান পেয়েছেন ৩৫৪ ভোট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads