আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা ফাইভজি সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ফাইভ-জি সামিটের উদ্বোধন ও পরীক্ষামূলক কার্যক্রম প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
আন্তর্জাতিক টেলিকম সংস্থা হুয়াওয়ে ও দেশে মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান রবির সহযোগিতায় সরকার ফাইভজির এই পরীক্ষামূলক সম্প্রচারে কাজ করছে।
জয় বলেন, কম দামে ইন্টারনেট সেবা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বে অন্যতম। গত ৫ থেকে ৬ বছরে এদেশের ইন্টারনেট খরচ ৯০ শতাংশ কমে এসেছে।
বাংলাদেশ কম দামে ইন্টারনেট সেবা দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন দেশের প্রয়োজন মিটিয়ে, দেশের বাইরেও ইন্টারনেট সেবা দেওয়ার সক্ষমতা আছে।
ফাইভ-জি সেবার পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিটিআরসির সচিব শ্যাম সুন্দর শিকদার, রবির এমডি ও সিইও মাহতাব উদ্দিন, হুয়াওয়ে বাংলাদেশের সিইও ঝ্যাং জেনজুন।