ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার সকালে প্রবীণ কল্যাণ সংঘের উদ্যোগে শতাধিক শীতার্ত বৃদ্ধ-বৃদ্ধার মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়

প্রতিনিধির পাঠ‍ানো ছাবি

সারা দেশ

ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর, ২০১৮

দিদনাজপুরের ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের উদ্যোগে গতকাল বুধবার সকালে শতাধিক শীতার্ত প্রবীণ নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

প্রবীণ কল্যাণ সংর্ঘের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত শীতবন্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রবীণ শিক্ষক আলহাজ্ব মো. দছিম উদ্দিন মন্ডল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আকতারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুর ইসলাম , প্রবীণ শিক্ষক অধ্যাপক চিত্ত রঞ্জন দাস, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু ও সাংবাদিক শেখ সাবির আলী। এছাড়াও বক্তব্য রাখেন প্রবীণ কল্যাণ সংঘের সহ-সভাপতি আব্দুল মান্নান চৌধুরী সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোকলেছার রহমান, আলহাজ্ব মোজাফ্ফর রহমান, মো. আজিজুল হক সরকার প্রমূখ।

শেষে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক প্রবীণ নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads