ফলাফল নিয়ে হতাশ হবে না

সালামুন ইসলাম রাব্বি

সংগৃহীত ছবি

ফিচার

ফলাফল নিয়ে হতাশ হবে না

  • প্রকাশিত ১৫ জুলাই, ২০১৮

সালামুন ইসলাম রাব্বি

প্রথম বর্ষ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং

মেধাতালিকায় স্থান : ৭৭

 

সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছ তোমরা? দুদিন পরেই তো এইচএসসি পরীক্ষার ফল বের হবে। এ+ বা গোল্ডেন পাবে কি-না তা নিয়ে নিশ্চয়ই দুশ্চিন্তায় আছ। তোমরা যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, তাদের জন্য এই ফল খুবই গুরুত্বপূর্ণ। কারণ সিংহভাগ শিক্ষার্থী প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দেয়ারই সুযোগ পায় না। বাংলা ও ইংরেজিতে এ+ না পাওয়ায় আমিও বুয়েটে পরীক্ষা দিতে পারিনি। আমার মোট পয়েন্ট ছিল ২২.৫, যেখানে বুয়েট চেয়েছিল ২৩। তবে ১৮.৫ পয়েন্ট চাওয়ায় কুয়েট, রুয়েট ও চুয়েটের ফর্ম তুলতে পেরেছিলাম। সে যা-ই হোক, যারা কোনোটিতেই দিতে পারবে না, তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর প্রকৌশল অনুষদ তো রয়েছেই।

তোমরা নিশ্চয়ই জানো, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট চারটি বিশ্ববিদ্যালয়েই লিখিত পরীক্ষা হবে। তাই প্রস্তুতি মোটামুটি একই রকম। তবে আমার মতে, প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ধারণা পেতে গত ১০-১২ বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখতে পার। ভর্তি পরীক্ষার এ সময়ে সবচেয়ে বড় শত্রু হলো হতাশা- যেটাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। যেহেতু লিখিত পরীক্ষা এবং সময় খুব অল্প, তাই হিসাবগুলো যত ছোট করে করা যায় তা জানা জরুরি। অনেকেই মনে করে ভর্তি পরীক্ষায় দুনিয়ার সব কঠিন প্রশ্ন আসে। এমনটা কিন্তু নয়। ভর্তি পরীক্ষার বেশিরভাগ প্রশ্নই সহজ এবং কিছু কঠিন প্রশ্ন তো থাকবেই- যেগুলো পারলে তোমার ভালো সাবজেক্ট পেতে সুবিধা হবে। তাই পরীক্ষার হলে তোমার করণীয় হবে সহজ প্রশ্নগুলো, যেগুলো তুমি অনায়াসে সমাধান করতে পার, সেগুলো আগে দিয়ে ফেলা। তারপর বাকি সময়টুকু কঠিন প্রশ্নগুলোর পেছনে ব্যয় করা।

তোমরা বাসায় নিয়মিত অনুশীলন করতে থাকো। কোচিংয়ের দৈনিক ও সাপ্তাহিক পরীক্ষাগুলোতে ভালো করার চেষ্টা চালিয়ে যাও। তবে এগুলোর ফলাফল নিয়ে হতাশ হবে না। কেননা এগুলো ভর্তি পরীক্ষার অংশ নয়। আর এ সময়টায় যাতে অসুস্থ না হয়ে পড়ো, সেদিকে খেয়াল রেখো। সবার জন্য রইল শুভকামনা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads