ফরিদগঞ্জে ড. শামছুল ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ

শনিবার দুপুরে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বর্তমান এমপি ড. শামসুল ভুইয়াকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করছে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

ফরিদগঞ্জে ড. শামছুল ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৮ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে ড. মোহাম্মদ শামছুল ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ করেছে করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।আজ  শনিবার দুপুরে  উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতারা কর্মীরা টায়ার জ্বালিয়ে , গাছ ফেলে সড়ক অবরোধ , বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

জানা গেছে, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বর্তমান এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে প্রথমে মনোনয়ন দেয় আওয়ামী লীগ কেন্দ্রীয় নিবার্হী বোর্ড। তবে ঋণ খেলাপির কারণে জটিলতা আশঙ্কায় বর্তমান এমপির সঙ্গে বিকল্প হিসেবে জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ শফিকুর রহমানকে মনোনয়ন দেয়া আওয়ামী লীগ। মনোনয়ন পত্র যাচাই বাছাই কালে  উভয় প্রার্থী বৈধ হিসেবে টিকে যায়। কিন্তু প্রথম প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে দলীয় চুড়ান্ত মনোনয়ন না দিয়ে বিকল্প প্রার্থী জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ শফিকুর রহমানকে শুক্রবার দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। এতে বিক্ষুব্ধ হয়ে উঠে উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এরই জের ধরে শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগের শত শত নেতাকর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে। পরে তারা চাঁদপুর-লক্ষ্মীপুর মহাসড়কের বাসস্ট্যান্ড, কালির বাজার চৌরাস্তা, গৃদকালিন্দিয়া বাজার, ভাটিয়ালপুর চৌরাস্তারসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীরা রাস্তায় শুয়ে পড়ে ,গাছের গুড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে অবরোধ করে। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের ফলে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

 মনোনয়নের  ফিরিয়ে দেয়ার দাবী জানিয়ে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী জানান, বর্তমান এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া গত ৫ বছর ধরে ফরিদগঞ্জে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি নির্বাচনে বিজয়ী হওয়ার অবস্থান সৃষ্টি করেছেন। কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি তাকে মনোনয়ন না দিয়ে আসনটি হাতছাড়া করার ব্যবস্থা করেছে। আমরা অবিলম্বে প্রার্থীতা ফিরিয়ে দেয়ার দাবী জানাচ্ছি। নচেৎ আমরা আরো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads