মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস

সংগৃহীত ছবি

নির্বাচন

আব্বাস দম্পতির মনোনয়ন বৈধ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৮ ডিসেম্বর, ২০১৮

ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসেরও মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি।

আজ শনিবার ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের করা আপিল শুনানি শেষে মির্জা আব্বাসের মনোনয়ন বহালের আদেশ দেয় ইসি। এরপরে আব্বাসপত্নী আফরোজা আব্বাসেরও প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেওয়া হয়।

গত ২ ডিসেম্বর ঢাকা-৮ আসন থেকে মির্জা আব্বাসের প্রার্থিতা বহাল রাখেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন মির্জা আব্বাসের প্রার্থিতা বহালের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।

ঋণখেলাপি-সংক্রান্ত কাগজপত্র জমা না দেওয়ায়া একই দিনে আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads