ফুটবল

ফরাসি কাপের ফাইনালে তৃতীয় বিভাগের দল!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৯ এপ্রিল, ২০১৮

ফরাসির কাপে ইতিহাস রচনা করেছে তৃতীয় বিভাগের দল লেস হারবিয়ের্স। সেমিফাইনালে চাম্বলির বিপক্ষে ২-০ গোলের ঐতিহাসিক জয় পায়। তাতে প্রথমবারের মতো ফরাসি কাপের ফাইনালের টিকেট নিশ্চিত করে।

হারবিয়ের্স ও চাম্বলি উভয় দলই তৃতীয় সারির লিগ চ্যাম্পিয়ন ন্যাট ন্যাশনালে খেলে। উভয়ই তাদের চেয়ে সেরা দলকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। শেষ চারের লড়াইয়ে ফ্লোরিয়ান ডেভিড ও অ্যাব্রুইসি বুহুর গোলে জয় পায় হারবিয়ের্স।

এদিন খেলার শুরু থেকেই তারা দাপট দেখায়। কেভিন রোচেতেউ দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পান। তবে গাহারো ডৌকৌরির প্রচেষ্টায় সে যাত্রায় বেঁচে যায় চাম্বলি। খেলার ২৮ মিনিটে ডেভিডকে আর থামাতে পারেনি। লুইস বুনগুনগুইর ক্রস থেকে পাওয়া বল জালে জড়িয়ে দেন তিনি।

রোমাইন মোন্টিয়েল চাম্বলিকে সমতায় ফেরানোর সুযোগ তৈরি করেন। তবে তার হেড নেওয়া বল গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। বিরতির পর জোয়াচিম ইকমায়ার হারবিয়ের্সের লিডকে ডাবলে নিয়ে যাওয়ার সুযোগ পেলেও ব্যর্থ হন।

খেলার ৮০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন বুহু। অফসাইডের কারণ দেখিয়ে রেফারি প্রথমে গোলটি বাতিল করে দেন। তবে ভিএআর পদ্ধতির সাহায্যে সিদ্ধান্ত পরিবর্তন করেন। এরপর উভয় দল গোলের চেষ্টা করলেও জালে বল জড়াতে পারেনি।

দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি কায়েন ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি কাপে সবচেয়ে সফল দল পিএসজি। ১১ বার শিরোপাটি জিতে নেয়। এবারো ফাইনালে উঠলে লিগ ওয়ান জায়ান্টদের বিপক্ষে স্তাদে ডি ফ্রান্সে ফাইনাল খেলবে হারবিয়ের্স।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads