প্লেস্টেশনে আসছে পাবজি

পাবজি’র প্রচ্ছদ

ছবি : ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

প্লেস্টেশনে আসছে পাবজি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৪ অক্টোবর, ২০১৮

স্মার্টফোনের পাশাপাশি গেমিং কন্সোল এক্সবক্স ওয়ানে বর্তমানে প্লেয়ার আননোন ব্যাটল গ্রাউন্ডস (পাবজি) খেলার সুযোগ রয়েছে। তবে এর পাশাপাশি এবার প্লেস্টেশনেও আসছে অল্প সময়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া গেমটি। কোরিয়ান গেম রেটিং বোর্ড গেম রেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কমিটি এ তথ্য জানিয়েছে।

এ তথ্য যদি সত্যি হয়, তাহলে পাবজি গেম নিয়ে এক্সবক্সের সঙ্গে যে একচেটিয়া চুক্তি রয়েছে, তারও অবসান হবে।

বর্তমানে গেমিং কন্সোলের বাজারে এক্সবক্সের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী প্লেস্টেশন। সনির এ গেমিং কন্সোলের ব্যবহারকারীও রয়েছে বিপুলসংখ্যক। ফলে প্লেস্টেশনের জন্য গেমটি চালু হলে এর ব্যবহারকারীর সংখ্যাও বাড়বে।

শুধু গেমের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাইছে না পাবজি। এর বাইরে গেমের কাহিনী নিয়ে টিভি সিরিজ এবং মুভি তৈরিরও পরিকল্পনা রয়েছে পাবজি করপোরেশনের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads