ক্রিপ্টোকারেন্সি দিয়েই কিনতে হবে এইচটিসির ব্লকচেইন স্মার্টফোন

এইচটিসির ব্লকচেইন স্মার্টফোন

ছবি : ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

ক্রিপ্টোকারেন্সি দিয়েই কিনতে হবে এইচটিসির ব্লকচেইন স্মার্টফোন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৪ অক্টোবর, ২০১৮

ব্লকচেইন প্রযুক্তির স্মার্টফোন আনছে এইচটিসি, বেশ কিছুদিন ধরেই এমন খবর শোনা যাচ্ছে। এবার জানা গেল স্মার্টফোনটি শুধু কেনা যাবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করেই। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এইচটিসি এক্সোডাস ১ মডেলের এ স্মার্টফোনটি অগ্রিম বুকিংয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে। ডিসেম্বরেই ক্রেতাদের হাতে পৌঁছাবে নতুন প্রযুক্তির স্মার্টফোনটি।

ফোনটিতে থাকছে ৬ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে, ১৬ মেগাপিক্সেল সেন্সরের ডুয়েল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেন্সরের ডুয়েল ফ্রন্ট ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট, ৬ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ স্পেস।

স্মার্টফোনটিতে থাকছে এইচটিসির নিজস্ব ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ‘জিয়ন’। নিরাপত্তার স্বার্থে এ ওয়ালেটটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থেকে সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে। ফোনটি কেনার জন্য একজন ক্রেতার খরচ করতে হবে ০ দশমিক ১৫ বিটকয়েন, ডলারের হিসেবে প্রায় ৯৬০ ডলার।

মূলত সফটওয়্যার এবং ইন্টেলেকচুয়াল প্রোপার্টি নিয়ে বড় পরিকল্পনার অংশ হিসেবে স্মার্টফোনটি বাজারে আনছে এইচটিসি। ব্লকচেইন স্মার্টফোন বাজারে আনাও এ পরিকল্পনারই একটি অংশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads