ব্লকচেইন প্রযুক্তির স্মার্টফোন আনছে এইচটিসি, বেশ কিছুদিন ধরেই এমন খবর শোনা যাচ্ছে। এবার জানা গেল স্মার্টফোনটি শুধু কেনা যাবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করেই। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এইচটিসি এক্সোডাস ১ মডেলের এ স্মার্টফোনটি অগ্রিম বুকিংয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে। ডিসেম্বরেই ক্রেতাদের হাতে পৌঁছাবে নতুন প্রযুক্তির স্মার্টফোনটি।
ফোনটিতে থাকছে ৬ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে, ১৬ মেগাপিক্সেল সেন্সরের ডুয়েল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেন্সরের ডুয়েল ফ্রন্ট ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট, ৬ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ স্পেস।
স্মার্টফোনটিতে থাকছে এইচটিসির নিজস্ব ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ‘জিয়ন’। নিরাপত্তার স্বার্থে এ ওয়ালেটটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থেকে সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে। ফোনটি কেনার জন্য একজন ক্রেতার খরচ করতে হবে ০ দশমিক ১৫ বিটকয়েন, ডলারের হিসেবে প্রায় ৯৬০ ডলার।
মূলত সফটওয়্যার এবং ইন্টেলেকচুয়াল প্রোপার্টি নিয়ে বড় পরিকল্পনার অংশ হিসেবে স্মার্টফোনটি বাজারে আনছে এইচটিসি। ব্লকচেইন স্মার্টফোন বাজারে আনাও এ পরিকল্পনারই একটি অংশ।