নিষেধাজ্ঞার সময়ে ইলিশ শিকার বন্ধে কিছু এলাকায় আগের চেয়ে সক্রিয় হয়েছে প্রশাসন। এই অপরাধের দায়ে জড়িতদের দেওয়া হচ্ছে জেল-জরিমানা। কিছু এলাকায় আবার প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আগের মতোই চলছে মা ইলিশ শিকার। আবার অভিযানের মুখে পালাতে গিয়ে হতাহতের ঘটনাও ঘটেছে মাঝনদীতে। সংশ্লিষ্ট এলাকার বাংলাদেশের খবরের প্রতিনিধিদের পাঠানো সংবাদে উঠে এসেছে এসব চিত্র।
‘মা ইলিশ’ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সারা দেশেই ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইলিশের পরিবহন, মজুত ও কেনা-বেচাও। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে কার্যত বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইলিশ শিকার ও কেনা-বেচা অব্যাহত রাখে জেলে, ব্যবসায়ী ও ভোক্তারা। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ আসতে শুরু করলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, তিতলির কারণে সৃষ্ট বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে প্রধান বিচরণ ক্ষেত্রগুলোতেই ইলিশ শিকারে নেমেছে জেলেরা। আবহাওয়ার উন্নতি হলেও অভিযান শক্তিশালী করা হবে। সেই মোতাবেকই মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদী, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদী, রাজবাড়ীর পাংশা উপজেলার পদ্মা নদী, শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদী, চাঁদপুরের হরিণা এলাকার মেঘনা নদী, মুন্সীগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ শিকার বন্ধে সক্রিয় হয়ে উঠেছে স্থানীয় মৎস্য অফিস ও প্রশাসন।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে ইলিশ শিকারের অপরাধে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ২৮ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইলিয়াস মেহেদী পরিচালিত এই অভিযানে প্রায় ৩ লাখ মিটার কারেন্ট জাল এবং ৮০ কেজি ইলিশ জব্দ করা হয়।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে ‘মা’ ইলিশ শিকারের দায়ে ১৫ জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুজ্জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাত থেকে সোমবার পর্যন্ত পরিচালিত এই অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৯০ কেজি ইলিশ জব্দ করা হয়।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত আটক করা হয়েছে ৭৬ জেলেকে। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা দিয়েছেন।
শিবালয় উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমাদের লোকবল কম তারপরও প্রতিদিন অভিযান চালানো হচ্ছে। এ পর্যন্ত ১৩ বার মোবাইল কোর্ট বসিয়ে ৯ দশমিক ১২ মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে। ৫৭টি মামলা হয়েছে এবং ৪৬ জন জেলেকে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
মেঘনায় ইলিশ শিকারের দায়ে লক্ষ্মীপুরের রামগতিতে আট জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হক পরিচালিত আদালত আট জেলেকে হাতেনাতে আটক করে প্রত্যেককে ২০ দিন করে কারাদণ্ডের আদেশ দেন।
রাজবাড়ীর পাংশা উপজেলার পদ্মা নদীতে পরিচালিত অভিযানে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ইলিশ শিকারের অপরাধে ১১ জেলেকে ১৫ দিন করে জেল দেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০ কেজি ইলিশ ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ ছাড়া ফরিদপুরের মধুখালী উপজেলার মধুমতী নদীতে মা ইলিশ শিকারের দায়ে সোমবার তিন জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাজশাহীর চারঘাট পদ্মা নদীতে ১৮ হাজার মিটার কারেন্ট জাল ও ১২ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
পালাতে গিয়ে এক জেলে নিহত!
শিবালয়ের যমুনায় ইঞ্জিনচালিত দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছে। শিবালয় থানা সূত্র জানিয়েছে, রোববার গভীর রাতে নদীতে ইলিশ শিকার করছিল ওই নৌকা দুটির জেলেরা। একপর্যায়ে নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর সময় জেলেনৌকা দুটির সংঘর্ষ হয়। এ সময় বাহেজ শেখ (৫৫) নামে এক জেলে ঘটনাস্থলেই মারা যান। আহত আইয়ুব আলী (৪৫) ও সাইদুলকে (৩৫) শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাজারে অভিযান, জাল বিক্রেতাকে জরিমানা
মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ফেনীর দাগনভূঞা উপজেলার পৌর মাছ বাজারে অভিযান চালানো হয় সোমবার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৈতির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বাজারে কোনো ইলিশ ও অন্যান্য মাছে ফরমালিন না থাকায় দোকানদারকে ধন্যবাদ জানান। তবে কারেন্ট জাল বিক্রির দায়ে দুই বিক্রেতাকে জরিমানা করা হয়। জব্দ করা জাল পরে পুড়িয়ে ফেলা হয়।