ছবি: ইন্টারনেট

তথ্যপ্রযুক্তি

প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি বিক্রীত স্মার্টফোন আইফোন ১০

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৬ মে, ২০১৮

চলতি বছরের প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি বিক্রতী স্মার্টফোনের জায়গা দখল করে নিয়েছে আইফোন ১০। সম্প্রতি এক বাজার গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্ট্র্যাটেজি অ্যানালিটিকস। এতে বলা হয়েছে, প্রথম প্রান্তিকে স্মার্টফোন বাজারের ৪.৬ শতাংশ ছিল অ্যাপলের দখলে। এ সময় অ্যাপল এক কোটি ৬০ লাখ ইউনিট আইফোন ১০ সরবরাহ করে। এ ছাড়া আইফোন ৮ ও আইফোন ৮ প্লাস সরবরাহ করে যথাক্রমে এক কোটি ২৫ লাখ এবং ৮৩ লাখ ইউনিট। এ দুটি স্মার্টফোন তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।

তালিকার পঞ্চম স্থানে আছে শাওমির রেডমি ৫এ। মোট বিক্রীত স্মার্টফোনের ১.৬ শতাংশ ছিল এ ফোনটি।

এ সপ্তাহের শুরুর দিকে আইফোন ১০ নিয়ে আশাবাদ ব্যক্ত করে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, ‘গ্রাহকরা অন্যান্য আইফোনের মধ্য থেকে প্রান্তিক জুড়েই বেছে নিয়েছেন আইফোন ১০। এর আগের প্রান্তিকেও গ্রাহকরা এ কাজটিই করেছিলেন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads