ফিচার

প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য তাবা

  • অরণ্য সৌরভ
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর, ২০২১

ছোট থেকেই নিজের একটা আইডেন্টিটির মাধ্যমে মানুষের কর্মসংস্থান তৈরির স্বপ্ন তার। তিনি দিনাজপুরের মেয়ে নাজমুন জান্নাত তাবাসসুম। পাঁচ ভাইবোনের সবার ছোট তাবাসসুমের শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরেই।

নাজমুন জান্নাত তাবাসসুম বলেন, বিশেষ করে মেয়েরা (ছাত্রী) অনেকেই পছন্দ হওয়া সত্ত্বেও চড়া মূল্যের কারণে অনলাইন থেকে পোশাক কিনতে পারেন না। মেসে থেকে পড়াশোনার কারণে নিজেও ভুক্তভোগী।

অনলাইন ব্যবসার প্রতিবন্ধকতাগুলো সম্পর্কে তিনি জেনেছেন। তাই শিক্ষার্থীদের বাজেটের মধ্যে পোশাক নিয়ে কাজ করার চিন্তা শুরু করেন। তার উদ্যোক্তার শুরুর পথচলাটা ছিল বিভিন্ন প্রতিবদ্ধকতায় ভরপুর। উদ্যোক্তা হওয়া খাতায় লিখতে যতটা সহজ বাস্তবে তা অনেক কঠিন বলে তিনি মনে করেন। কারণ সঠিক পরিকল্পনা করে এগুতে না পারলে সফলতার চূড়া ছোঁয়া যায় না। তিনি বলেন, একদম নতুন হওয়ায় ভুল করে আমার শেখার জায়গাটা বেড়েছে। স্বামী বিজনেস ডেভেলপমেন্টে কর্মরত থাকায় তার পরামর্শগুলো বেশ কাজে লেগেছে।

নিজের নাম তাবাসসুম থেকে প্রথম দুটি অক্ষরের মাধ্যমে তার উদ্যোগের নাম রেখেছেন ‘তাবা’। যাত্রাবাড়ীর ছোট্ট একটা ঘরে তাবা’র পথচলা বলে তিনি জানান। ২০২১ সালের ৪ সেপ্টেম্বর তাবা’র পথচলা নিজ ঘরে শুরু হলেও এখন বাসার পাশেই একটা ওয়্যারহাউজ নিয়ে কার্যক্রম পরিচালনা করছেন বলে তিনি জানান।

ছাত্রাবস্থায় কোচিংয়ে শিক্ষকতার বেতন থেকে জমিয়েছিলেন পাঁচ হাজার টাকা। এই স্বল্প পরিমাণ টাকা দিয়ে শুরু করার প্রথম মাসেই পঞ্চাশ হাজার টাকা সেল করতে সক্ষম হয়েছেন বলেও তিনি জানান। এখন প্রতিদিন প্রায় ১০টা অর্ডার হচ্ছেন বলেও তাবাসসুম জানান।

নারী হিসেবে উদ্যোক্তার পথের চ্যালেঞ্জ সম্পর্কে তাবাসসুম বলেন, আমাদের সমাজ এখনো অতটা উন্নত হয়নি। অনেক সময় সোর্সিংয়ের জন্য বের হলে ঘরে ফিরতে রাত হয়ে যায়। এতে আশেপাশের লোকজন অনেকেই কটু কথা বলে। নতুন উদ্যোক্তা হিসেবে তিনি একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। ভবিষ্যতে আরো অনেকজনের কর্মসংস্থানের ব্যবস্থার ইচ্ছা রয়েছে বলে তিনি জানান। তিনি মূলত মেয়েদের পোশাক নিয়ে কাজ করেন। পাশাপাশি এখন জুয়েলারি এবং সিলেক্টেড কিছু অরিজিনাল স্কিন কেয়ার আইটেম যুক্ত করেছেন।

দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষেরাও যেন সাধ্যের মধ্যে নিজেদের কাঙ্ক্ষিত পোশাকটি কিনতে পারেন সে লক্ষ্যেই Good Quality in Low Cost স্লোগানকে বুকে ধারণ করে তাবা এগুচ্ছে বলে তাবাসসুম জানান।

গ্রাহকরা অনলাইনে ফেসবুক পেজ Wear Taba-তে অর্ডার করে তাবা’র পণ্য নিতে পারবেন। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকেন বলে তাবা’র স্বত্বাধিকারি তাবাসসুম জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads