রাজধানীর পুরান ঢাকার কামালবাগে একটি ভাঙারি দোকানে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। আজ শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- দোকানের মালিকের ছেলে সুমন খান (৩০) এবং কর্মচারী সুমন (৩৫) ও নুর আলম (৩২)।
তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে সেখানকার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।
দগ্ধ একজন জানান, দোকানের ভেতর পুরাতন বডি-স্প্রের বোতল চেপ্টা করার সময় বিস্ফোরণ থেকে আগুন ধরে যায়। পরে তা মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করেন।
পুরান ঢাকার চকবাজারে ২০ ফেব্রুয়ারি রাতে রাসায়নিকের গুদাম থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জনের প্রাণ গেছে।