৭ মার্চ শপথ নিচ্ছেন সুলতাম-মোকাব্বির

সংগৃহীত ছবি

বাংলাদেশ

৭ মার্চ শপথ নিচ্ছেন সুলতাম-মোকাব্বির

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২ মার্চ, ২০১৯

জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরামের দুই নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং মোকাব্বির খান আগামী ৭ মার্চ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।

সংসদ সচিবালয়ের একাধিক সূত্রে জানা গেছে, এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য আজ শনিবার স্পিকারকে চিঠি দিয়েছেন তারা।  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন। আর মোকাব্বির খান গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন। তারা দু’জনই ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের স্থায়ী কমিটির সদস্য।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলেও দলীয় সিদ্ধান্তে এতদিন শপথ নেননি সুলতান মোহাম্মদ মনসুর এবং মোকাব্বির খান। তবে এবার তারা দল এবং জোটের সিদ্ধান্ত উপেক্ষা করেই স্বাধীনতার এমাসেই শপথ নেয়ার সিদ্ধান্ত নেন।

জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত রয়েছে, একাদশ সংসদ নির্বাচনে জোট থেকে নির্বাচিত ৮ জনের কেউই শপথ গ্রহণ করবেন না। জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ গ্রহণ করলে তাদেরকে দল থেকে বহিষ্কার করার চিন্তা রয়েছে গণফোরামের।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads