বিদেশ

পিয়ংইয়ংকে অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করা হবে : পম্পেও

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৩ মে, ২০১৮

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, উত্তর কোরিয়ার অর্থনীতি পুনর্গঠনে তারা সহায়তা করবেন। তবে দেশটিকে পরমাণু নিরস্ত্রীকরণে রাজি হতে হবে। গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং ক্যায়াং-হোয়ার সঙ্গে ওয়াশিংটনে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। খবর বিবিসি।

গত সপ্তাহে পিয়ংইয়ংয়ে সফর করে যাওয়া পম্পেও আরো বলেন, মিত্রদেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমানতালে সমৃদ্ধি অর্জনে উত্তর কোরিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের আগেও মার্চের শেষে উত্তর কোরিয়ায় গিয়েছিলেন সে সময় সিআইএ’র পরিচালক থাকা পম্পেও। সেটিই ছিল গত দেড় যুগে যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ কর্মকর্তার প্রথম উত্তর কোরিয়া সফর।

পিয়ংইয়ংয়ে বন্দি যুক্তরাষ্ট্রের তিন নাগরিককে নিয়ে আসতে গত সপ্তাহেও একদফা দেশটিতে যান তিনি। জুনে ট্রাম্প-কিম বৈঠকের আগে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ তাদের মুক্তি দেয় পিয়ংইয়ং। আগামী ১২ জুন সিঙ্গাপুরে দুই নেতার এ বৈঠক হওয়ার কথা। অথচ কয়েক মাস আগেও ট্রাম্প ও কিমের কথার লড়াইয়ে কোরীয় উপদ্বীপের উত্তেজনা বাড়ছিল।

ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে হওয়া শীতকালীন অলিম্পিকে উত্তরের অংশগ্রহণের মধ্য দিয়ে দুই কোরিয়ার টানাপড়েন কমতে শুরু করে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের সঙ্গেও উত্তর কোরিয়ার আলোচনার সম্ভাবনা তৈরি হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads