অনলাইন নিরাপত্তা আরো শক্তিশালী করতে নতুন একটি টুল চালু করেছে গুগল। পাসওয়ার্ড চেকআউট নামের এই এক্সটেনশনটি ব্যবহারের মাধ্যমে ইউজারনেম এবং পাসওয়ার্ড কতটা শক্তিশালী তা দেখা যাবে। এর বাইরে ক্রস অ্যাকাউন্ট প্রটেকশন নামের আরো একটি টুলও চালু করেছে গুগল।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিভিন্ন সময় ফাঁস হওয়া প্রায় চার বিলিয়ন ইউজারনেম এবং পাসওয়ার্ড এই কাজে ব্যবহার করা হবে। কোনো ব্যবহারকারী নতুন পাসওয়ার্ড তৈরির সময় মিলিয়ে দেখা হবে চার বিলিয়নের কোনোটির সাথে সেটি মিলে যায় কি না। মিলে গেলে ব্যবহারকারীকে শনাক্ত করবে এই টুল।
এর মাধ্যমে কোনো অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক কমে আসবে বলে আশা প্রকাশ করেছে গুগল। এ ছাড়া এই এক্সটেনশনটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন গুগলের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিও সেটি জানতে না পারেন। এতে ব্যবহার করা হয়েছে গুগল এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তি। সামনের দিনগুলোতে এক্সটেনশনটি আরও আপগ্রেড করা হবে বলেও জানিয়েছে গুগল।