• রবিবার, ১৬ মার্চ ২০২৫ | ১৬ চৈত্র ১৪৩১ | ১৬ শাওয়াল ১৪৪৬
পার্বতীপুরে ছাত্রলীগের কর্মসূচি

পার্বতীপুরে ছাত্রলীগের বর্ধিত সভা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

পার্বতীপুরে ছাত্রলীগের কর্মসূচি

  • সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ছাত্রলীগ নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যে ৭টায় উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠুন কুমার বণিক।

ক্ষমতাশীন দলের ব্যাপক উন্নয়নমূলক কাজ মানুষের সামনে তুলে ধরে উপজেলার ১০ ইউনিয়নের ৯০ ওয়ার্ডের পাড়া মহল­ায় নৌকা মার্কায় ঐক্যবদ্ধভাবে ভোট প্রার্থনার আহবান জানান উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠুন কুমার বণিক।

এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, “আগামী ১০ ডিসেম্বরের মধ্যে উপজেলার ছাত্রলীগের প্রতিটি ওর্য়াডে ওর্য়াড কমিটি গঠন করতে হবে। প্রত্যেক ভোট কেন্দ্রে ‘সেন্ট্রার কমিটি’ গঠন করতে হবে। ওয়ার্ড কমিটি গঠন শেষে প্রতিটি ইউনিয়নে পথসভা করা হবে। সব ইউনিয়নে তৃণমূল পর্যায়ের কর্মীদের নিয়ে প্রতিটি পাড়া মহল­ার নৌকা মার্কায় ভোট প্রাপ্তি নিশ্চিত করতে হব “। বর্ধিত সভায় উপজেলার পৌর ছাত্রলীগসহ ১০ ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads