পার্বতীপুরে আমন ফলন বিপর্যয়ের আশঙ্কা

আমন ক্ষেত

সংগৃহীত ছবি

ফিচার

পার্বতীপুরে আমন ফলন বিপর্যয়ের আশঙ্কা

  • প্রকাশিত ২৪ অক্টোবর, ২০১৮

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর)

দিনাজপুরের পার্বতীপুরে এবার রোপা আমন মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লি­ষ্টরা। তবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পার্বতীপুর জোন ফলন বিপর্যয়ের আশঙ্কা নাকচ করে বলেন, পর্যাপ্ত বৃষ্টিপাত না হলেও সম্পূরক সেচ প্রদান অব্যাহত রাখা হয়েছে। হাবড়া ইউনিয়নের রামরায়পুর ফকিরপাড়া গ্রামের কৃষক শাহ মো. আবদুল আলিম সাজু বলেন, প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ায় ধানের চিটা ও দানা অপুষ্ট হওয়ার আশঙ্কায় স্বর্ণা ধানক্ষেতে শ্যালো মেশিন দিয়ে সম্পূরক সেচ দিচ্ছি। একই বক্তব্য দিয়েছেন রামপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের কৃষক জাহিদ হোসেন। তিনি তার জমিতে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় ইতোমধ্যে সম্পূরক সেচ দেওয়া শুরু করেছেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, পার্বতীপুর জোনের সহকারী প্রকৌশলী বাসুদেব দে বলেন, এবার সর্বশেষ বৃষ্টি ২১ সেপ্টেম্বর। এ মাসে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৭৪ মিলিমিটার। জুলাই ও আগস্ট মাসে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২০৬ ও ১৬৬ মিলিমিটার।

পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ২৮ হাজার ৫০ হেক্টর জমিতে রোপা আমন লাগানো হয়েছে। এটি লক্ষ্যমাত্রার চেয়ে ২০ হেক্টর বেশি। এসব জমিতে এখন সম্পূক সেচ প্রদান করা হচ্ছে বলে পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মো. রওশন কবির জানান। তিনি বলেন, ৩০২টি গভীর নলকূপ ও ৪ হাজার ৫০০ শ্যালো মেশিন বর্তমানে চালু রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads