বিদেশ

পারমাণবিক কর্মসূচি স্থগিতের ঘোষণা উ. কোরিয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২১ এপ্রিল, ২০১৮

সব ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাতিলের পাশাপাশি একটি পারমাণবিক কর্মসূচি স্থাপনা বন্ধ করার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। । এ বিষয়ে শনিবার খবর প্রকাশ করেছে বিবিসি অনলাইন।

কোরিয়ান কেন্দ্রীয় সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২১ এপ্রিল থেকেই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা ও আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বন্ধ করে দিচ্ছে পিয়ংইয়ং। কোরিয়া উপদ্বীপে শান্তি স্থাপনে ও অর্থনৈতিক অগ্রগতিতে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দক্ষিণ কোরিয়ার নেতা মুন জের সঙ্গে পরের সপ্তাহে সাক্ষাৎ করছেন কিম।

এ বছরের জুনের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কিমের। যদি এ বৈঠক হয়, তা হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার নেতার প্রথম বৈঠক। কিম জং-উনের ঘোষণাকে স্বাগত জানিয়ে ট্রাম্পও টুইট করেছেন। প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া ও সারা বিশ্বের জন্য খুবই ইতিবাচক অধ্যায়। উত্তর কোরিয়া সব পারমাণবিক পরীক্ষা বাতিল করেছে এবং তাদের মূল পরীক্ষা কেন্দ্র বন্ধ করছে।

সিউল কর্তৃপক্ষের এক মুখপাত্র কিমের ঘোষণাকে ‘অর্থপূর্ণ অগ্রগতি’ বলে মন্তব্য করেছেন। মুন জের এক বিবৃতিতে বলা হয়, কিমের ঘোষণাটি ‘উত্তর-দক্ষিণ সম্মেলন’ ও ‘উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র’ সম্মেলনের সফলতার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads