পানিতে ডুবে একই বাড়ীর দুই ভাইসহ ৪ কিশোরের মৃত্যু হয়েছে। নিহতেরা হলো ওয়াসিমের ছেলে রাহুল (১৩), শামিম (১১), আহসান হাবিবের ছেলে রায়হান (১১), শাহরাস্তির নজরুল ইসলাম (নাজির আহমেদ) ছেলে লিয়ন (১৩)।
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ডের রান্ধুনী আলী মিয়া বেপারী বাড়ীতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ফজর নামাজের অজু করতে গিয়ে বাড়ীর পুকুরে লাশ ভেসে থাকতে দেখেন ঐ বাড়ীর ইউসুফের ছেলে। তার চিৎকার শুনে বাড়ীর লোকজন এসে পুকুর থেকে মৃতদেহগুলো উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই কবর দেয়ার অনুমতি দেয়া হয়েছে বলে জানাগেছে।
ওয়ার্ড কাউন্সিলর মো. শুকু মিয়া জানান, সোমবার দুপরে ৪ কিশোর ওই পুকুরে গোসল করতে নামে।এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না ।সোমবার দুপর থেকে তারা নিখোঁজ ছিল।





