পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

দুর্ঘটনা

পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ৩ অগাস্ট, ২০১৮

দলবদ্ধভাবে নগরীর দিঘিতে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুই স্কুলছাত্রের। গতকাল বৃহস্পতিবার দুপুরে ধর্মসাগর নামের প্রাচীন দিঘিতে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। স্কুল বন্ধ থাকায় কুমিল্লা জিলা স্কুল ও মডার্ন হাইস্কুলের নবম শ্রেণির ১০-১২ শিক্ষার্থী ওই দিঘিতে গোসল করতে নামে। এদের মধ্যে শিহাব ও ফাহিম সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন শিহাবকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে পানির নিচ থেকে ফাহিমকে উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক দুই ছাত্রকেই মৃত ঘোষণা করে।

জিলা স্কুলের ছাত্র শিহাব চাঁদপুরের হাজীগঞ্জ থানার এসআই আবদুল মন্নানের ছেলে। তাদের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায়। তাৎক্ষণিকভাবে ফাহিমের পরিচয় পাওয়া যায়নি।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads