পাটগ্রামে ১ হাজার ১৮৪ কেজি ভারতীয় চা পাতা জব্দ

ফাইল ছবি

অপরাধ

পাটগ্রামে ১ হাজার ১৮৪ কেজি ভারতীয় চা পাতা জব্দ

  • প্রকাশিত ৪ মে, ২০১৯

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ১ হাজার ১৮৪ কেজি ভারতীয় চা পাতা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় পাটগ্রাম- লালমনিরহাট মহাসড়কের বাউরা নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- মির্জারকোট এলাকার মকবুল হোসেনের ছেলে রশিদুল ইসলাম (২৭), দহগ্রামের সামসুল হকের ছেলে শহিদুল ইসলাম (২৮) ও বাউরা নবীনগর গ্রামের বেলাল হোসেনের ছেলে তাহেরুল ইসলাম (১৮)।

বিজিবি জানিয়েছে, গোপন খবর পেয়ে উপজেলার পাটগ্রাম- লালমনিরহাট মহাসড়কের বাউরা নবীনগর  নামক স্থানে ৫১ বিজিবি ব্যাটালিয়নের কুচলীবাড়ী কোম্পানির সদস্যরা চা পাতাসহ পিকআপ ভ্যান ও তিন জনকে আটক করে।

কুচলীবাড়ী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল মতিন জানান, ‘পাটগ্রাম থানায় মামলা দিয়ে চোরাকারবারী ৩ জন আসামীকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।’  

পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী সরকার বলেন, ‘বিজিবি বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়েছে। আসামীদের জেলহাজতে পাঠানোর কাজ প্রক্রিয়াধীন’ রয়েছে।

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads