মেহেরপাড়া ইউনিয়নে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মেহেরপাড়া ইউনিয়নে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ

  • মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ মে, ২০১৯

নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক মুক্ত করার লক্ষ্যে আজ শনিবার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে জঙ্গিবাদ,সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মো. মাহবুবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. আনোয়ারুল আমরাফ খান(দিলীপ)।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ (বিপিএম,পিপিএম)।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার জাকির হাসান, নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: শাহরিয়ার আলম, নরসিংদী জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ড. মশিউর রহমান মৃধা, মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের দেওয়ান, মাধবদী থানার তদন্ত অফিসার সাফায়েত হোসেন পলাশ, নরসিংদী জেলা পরিষদের সদস্য আব্দুল হালিম খান, মেহেরপাড়া ইউনিয়নকে মাদক মুক্ত করার জন্য দায়িত্ব প্রাপ্ত মাধবদী থানার পুলিশ অফিসার এসআই মীর কায়েছ, মাধবদী থানার পুলিশ কর্মকর্তা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ। এসময় বক্তারা বলেন জঙ্গিবাদ,সন্ত্রাস ও মাদকের সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে। এ ব্যাপারে মেহেরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগনকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads