চলতি বছরের ২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্টের একজন মুখপাত্র গত শনিবার এ কথা জানায়। দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন নির্বাচন কমিশনের পেশ করা প্রস্তাব অনুমোদনের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। খবর ডন ও আলজাজিরা।
গত সপ্তাহে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) ২৫ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্যে কোনো একটি তারিখে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব সংবলিত নথি প্রেসিডেন্টের কাছে পাঠায়। দেশটির নির্বাচনী আইন অনুযায়ী, নির্বাচন কমিশনের পরামর্শমতো নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রেসিডেন্ট। দেশটির প্রায় ১০ কোটি ভোটার এ দিন জাতীয় পরিষদের পাশাপাশি প্রাদেশিক পরিষদের নির্বাচনে ভোট দেবে।
৩১ মে বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে। পাঁচ বছর মেয়াদি জাতীয় পরিষদের পাশাপাশি পাঞ্জাব প্রাদেশিক পরিষদের মেয়াদও একই দিনে শেষ হচ্ছে। তবে সিন্ধু, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের মেয়াদ শেষ হচ্ছে ২৮ মে। পাকিস্তানের সংবিধান অনুযায়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।