পরিবর্তনে আইয়ুব বাচ্চুকে স্মরণ

সংগৃহীত ছবি

শোবিজ

পরিবর্তনে আইয়ুব বাচ্চুকে স্মরণ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৯ নভেম্বর, ২০১৮

গিটারের জাদুকর ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুকে গানে গানে স্মরণ করলেন চার তরুণ সঙ্গীতশিল্পী। যারা মূলত বিভিন্ন অনুষঙ্গে সম্পৃক্ত ছিলেন এই রক লিজেন্ডের সঙ্গে। তারা হলেন তানভীর তারেক, শুভ, কর্ণিয়া ও বৃষ্টি। দেশের নন্দিত উপস্থাপক আনজাম মাসুদের পরিকল্পনায় এই ট্রিবিউট গানটির সঙ্গীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ।

অনুষ্ঠানে তানভীর তারেক গাইবেন ‘ফেরারি এই মনটা আমার’, শুভ গাইবেন ‘আসলে কেউ সুখী নয়’, কর্ণিয়া গাইবেন ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’ এবং বৃষ্টি গাইবেন ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানটি। সবশেষে এ চারজন একসঙ্গে গাইবেন আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে’।

অনবদ্য এই পরিবেশনাটি প্রচার হবে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর একটি বিশেষ পরিবেশনা হিসেবে। ১৮ নভেম্বর রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads