পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কয়েকটি প্রকল্পের উদ্বোধন হবে আজ শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচ বরসিভ যৌথভাবে এগুলো উদ্বোধন করবেন। এ উপলক্ষে গতকাল শুক্রবার রাতে ঢাকা পৌঁছান বরিসভ। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রতিরক্ষা ও মহাকাশ শিল্পের দায়িত্বপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ দেশটির সহায়তায় নির্মাণাধীন পরমাণু বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন এবং দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সেখানে নতুন কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভের সফরে দুদেশের সম্পর্ক আরো গভীর হবে।
এদিকে রুশ উপ-প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দেশটির একটি অগ্রবর্তী প্রতিনিধিদল গত সোমবার ঢাকায় এসেছে। গত কয়েক দিনে তারা ঢাকায় বেশকিছু উচ্চ পর্যায়ের বৈঠক করেছে। মস্কোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ড. সাইফুল হকও এ উপলক্ষে ঢাকায় অবস্থান করছেন।
রুশ উপ-প্রধানমন্ত্রী বরিসভ দেশটির অন্যতম নিরাপত্তা বিশেষজ্ঞ ও পরামর্শক হিসেবে খ্যাত। টানা ৪০ বছর ধরে তিনি নিরাপত্তা বিষয়ে কাজ করেছেন। উপ-প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশটির প্রতিরক্ষা ও বাণিজ্য উপমন্ত্রী ছিলেন তিনি। বরিসভ রেডিও ইলেকট্রনিকস ও গণিত শাস্ত্রে পড়াশোনা করেছেন। প্রায় ২০ বছর (১৯৭৮-৯৮) পেশাগত দায়িত্ব পালন করেছেন সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়া উভয় সশস্ত্র বাহিনীতে। পরবর্তীতে কাজ করেছেন দেশটির ফেডারেল এজেন্সিতে। সেখানে তিনি উপ-প্রধানের দায়িত্বে ছিলেন। মন্ত্রিত্ব পাওয়ার আগে তিনি মস্কোর সামরিক শিল্প কমিশনের সদস্যও ছিলেন। ২০১৮ সালের মে মাসে উপ-প্রধানমন্ত্রী নিযুক্ত হন।
২৪ ঘণ্টারও কম সময়ের সফরে সরকারের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে বরিসভের। নির্বাচনী বছরের এই সফরে সম-সাময়িক রাজনীতি ও বিশ্ব পরিস্থিতি নিয়েও কথা হবে।