পদ্মা সেতুর সার্বিক কাজ ৫৬ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের ডাঙা ঘেঁষা ৪১ ও ৪২ নম্বর খুঁটির (পিয়ার) ওপর ৫ম স্প্যান বসানোর কাজ পরিদর্শনের সময় তিনি এ কথা জানান।
এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা জেলার কেরাণীগঞ্জের কলাকান্দি এলাকায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা ৪ লেন এক্সপ্রেসওয়ের কাজ পরিদর্শন করেন ওবায়দুল কাদের।
নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের প্রতিক্রিয়ায় সেতুমন্ত্রী বলেন, উভয় দেশের জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়- এমন মন্তব্য থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে বিদ্যমান বন্ধুত্বের সম্পর্ক ঠিক থাকবে।
তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী দলের এক নেতার নেতৃত্বে নির্বাচন বানচালের জন যে নাশকতার পরিকল্পনা করা হয়েছিল- সেটা নিয়ে কি কোনো উদ্বেগ নেই?
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ইএমসি ইঞ্জিনিয়ারিং চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমান ও সংশ্লিষ্ট কাজের ডিজি, পিডিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।