পঞ্চগড়ে ভারতীয় ময়ূর উদ্ধার

সংগৃহীত ছবি

সারা দেশ

পঞ্চগড়ে ভারতীয় ময়ূর উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৭ ফেব্রুয়ারি, ২০২০

পঞ্চগড়ের সদর উপজেলার চাকলাহাট থেকে একটি ভারতীয় ময়ূর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার হাজী খামিরউদ্দিন প্রধান আলিম মাদরাসা এলাকা থেকে স্থানীয়রা ময়ূরটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে ।

স্থানীয়রা জানায়, ওই মাদরাসার পুকুর পাড়ে কয়েকটি কুকুর ময়ূরটিকে ধরার চেষ্টা করছিল। এ সময় স্থানীয়রা কাছে গিয়ে ময়ূরটিকে দেখতে পান। তারা কুকুরগুলোকে তাড়িয়ে ময়ূরটিকে উদ্ধার করেন।

পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও বন বিভাগকে অবহিত করলে পঞ্চগড় বন বিভাগের সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিনসহ বন বিভাগের কর্মকর্তারা ময়ূরটিকে স্থানীয়দের কাছ থেকে নিয়ে আসেন।

পঞ্চগড় বন বিভাগের সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ময়ূরটি ভারতের কোনো বনাঞ্চল থেকে উড়ে আসতে পারে। এটি সংরক্ষণের জন্য দিনাজপুর রাম সাগর জাতীয় উদ্যানে পাঠানো হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads