বাংলাদেশের খবর

আপডেট : ০৭ February ২০২০

পঞ্চগড়ে ভারতীয় ময়ূর উদ্ধার


পঞ্চগড়ের সদর উপজেলার চাকলাহাট থেকে একটি ভারতীয় ময়ূর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার হাজী খামিরউদ্দিন প্রধান আলিম মাদরাসা এলাকা থেকে স্থানীয়রা ময়ূরটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে ।

স্থানীয়রা জানায়, ওই মাদরাসার পুকুর পাড়ে কয়েকটি কুকুর ময়ূরটিকে ধরার চেষ্টা করছিল। এ সময় স্থানীয়রা কাছে গিয়ে ময়ূরটিকে দেখতে পান। তারা কুকুরগুলোকে তাড়িয়ে ময়ূরটিকে উদ্ধার করেন।

পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও বন বিভাগকে অবহিত করলে পঞ্চগড় বন বিভাগের সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিনসহ বন বিভাগের কর্মকর্তারা ময়ূরটিকে স্থানীয়দের কাছ থেকে নিয়ে আসেন।

পঞ্চগড় বন বিভাগের সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ময়ূরটি ভারতের কোনো বনাঞ্চল থেকে উড়ে আসতে পারে। এটি সংরক্ষণের জন্য দিনাজপুর রাম সাগর জাতীয় উদ্যানে পাঠানো হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১