কেন্দ্রীয় আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বি,এম মোজাম্মেল হক বলেছেন, নৌকা হলো স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। ৩০ জানুয়ারী মণিরামপুর পৌর সভার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে যশোরের মণিরামপুর পৌর নির্বাচন উপলক্ষ্যে পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ, পৌর নির্বাচনে মেয়র প্রার্থী কাজী মাহমুদুল হাসান, জেলা সহ সভাপতি মোহাম্মদ আলী রায়হান, যুগ্ম সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, বেনাপোল পৌর মেয়র আশরফুল ইসলাম লিটন, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, যশোর শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর সদর উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা, মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম প্রমূখ।