সারা দেশ

ঝালকাঠিতে বিসিএস উইমেন নেটওয়ার্কের শীতবস্ত্র বিতরণ

  • ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জানুয়ারি, ২০২১

ঝালকাঠিতে বিসিএস উইমেন নেটওয়ার্কের উদ্যোগে শতাধিক অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে ঝালকাঠি শহরের ডিসিপার্ক এলাকায় শীতার্ত এসব মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এ সময় অন্যান্যর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আক্তার, মেডিকেল অফিসার ডাক্তার প্রজ্ঞা পারমিতা, ডাক্তার নামিরা আহমেদ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, সারাদেশের অসহায় ও শীতার্ত মানুষের কষ্টের কথা বিবেচনা করে তাদের পাশে দারিয়েছে বিসিএস উইমেন নেটওয়ার্ক। এরই ধারাবাহিকতায় ঝালকাঠিতে আমরা শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads