নির্বাচনকালীন সরকারে বিএনপির সুযোগ নেই : হাছান

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ

সংরক্ষিত ছবি

রাজনীতি

নির্বাচনকালীন সরকারে বিএনপির সুযোগ নেই : হাছান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২২ জুন, ২০১৮

বললেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার সুযোগ নেই।

শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির সঙ্গে কোনো প্রেম হবে না।

তিনি আরো বলেন, রাজনীতিতে ভালবাসার কোনো স্থান নেই। রাজনীতি হচ্ছে হিসেবের অঙ্ক। হিসেবের অঙ্কে এখানে করুণা করা, ভালবাসা দেওয়া, প্রেম করার কোনো সুযোগ নেই।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপিকে অনুরোধ জানাবো দয়া করে নির্বাচন থেকে পালানোর পথ খুঁজবেন না। বিএনপিকে নিয়েই আওয়ামী লীগ নির্বাচন করতে চায়। এবার নির্বাচন থেকে পালালে দেশ থেকেও পালিয়ে যেতে হতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads