• রবিবার, ১৬ মার্চ ২০২৫ | ১৬ চৈত্র ১৪৩১ | ১৬ শাওয়াল ১৪৪৬

আনন্দ বিনোদন

নিপুণের ‘ধূসর কুয়াশা’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৪ মে, ২০১৮

অবশেষে কাটল জটিলতা। সারা দেশের ২৩টি হলে মুক্তি পাচ্ছে উত্তম আকাশ পরিচালিত ছবি ‘ধূসর কুয়াশা’। হিসাম মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ। তার বিপরীতে রয়েছেন নবাগত মুন্না। চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। নানা জটিলতার কারণে সেটি সম্ভব হয়নি।

নিজের অভিনীত প্রথম ছবি সম্পর্কে মুন্না বলেন, ‘আমার প্রথম ছবি মুক্তি পাচ্ছে। যারা অনেক পরিশ্রম করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি অনেক খুশি। দর্শক হলে গিয়ে ছবিটি দেখলে আমি সার্থক।’

নবাগত মুন্নার মতো একই প্রত্যাশা চিত্রনায়িকা নিপুণের। তিনি বলেন, ‘নানা জটিলতা শেষে অনেক দিন পর ছবিটি মুক্তি পাচ্ছে। ছবিটি দর্শক দেখুক এটাই চাওয়া।’

অন্য দশটা ছবি থেকে এ ছবির কাহিনী আলাদা বলে জানান পরিচালক উত্তম আকাশ। ছবিতে আরো অভিনয় করেছেন পুষ্পিতা পপি, সেলিম চৌধুরী, আমিন আজাদ, বিলাস, শিবা সানু, রিনা খান, এস আই ফারুক প্রমুখ। ছবির গানে কণ্ঠ দিয়েছেন কণা, কিশোর ও ঐশী। সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ ও ইমন সাহা।

পর পর দু’বার ছবিটি আটকে দিয়েছিল সেন্সর বোর্ড। অভিযোগ ছিল, ছবিতে পুলিশের হাস্যকর উপস্থাপন। সংশোধন করে জমা দেওয়ার পর সেন্সর সনদ পায় ছবিটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads