নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গতকাল শুক্রবার রাতে ব্যাটারি চালিত অটো রিকশার চাপায় লিমন হোসেন (৭) নামের স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রাত ৯টায় বন্দরে রূপালী আবাসিক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে ঘটনা ঘটে।
নিহত শিশু লিমন সোনাকান্দা এলাকার দিনমজুর সোহেল মিয়ার ছেলে। সেবন্দরের ৫০ নং সোনাকান্দা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র লিমন (৭) নিহত হয়েছে। পুলিশ অটোবাইক আটক ও অটো চালক বাদশা মিয়াকে (৩০) গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাকান্দা থেকে বেপোরোয়াভাবে একটি ব্যাটারি চালিত অটো রিকশা বন্দর খেয়াঘাটে আসার পথে রূপালী আবাসিক এলাকায় রাস্তার পাশে থাকা শিশু লিমনকে চাপা দিলে গুরুতর আহত হয়। ওই সময়ে লিমনের বাবাও সঙ্গে ছিল। লিমনকে দ্রুত ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে।
বন্দর থানার ওসি শাহীন মন্ডল বলেন, রূপালীতে অটো চাপায় লিমন নামে এক শিশু নিহত হয়েছে। অটো চালককে গ্রেফতার করা হয়েছে।