নাটোরে আবাশিক হোটেল ও ছাত্রাবাস গুলোতে র‌্যাবের তল্লাশী

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তার স্বার্থী আবাশিক হোটেল সহ ছাত্রাবাস ও ম্যাসগুলোতে অভিযান চালায় র‌্যাব

সারা দেশ

নাটোরে আবাশিক হোটেল ও ছাত্রাবাস গুলোতে র‌্যাবের তল্লাশী

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর, ২০১৮

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা নিরবিচ্ছিন্ন রাখতে নাটোরে বিভিন্ন আবাশিক হোটেলগুলো, ছাত্রাবাস ও বিভিন্ন গুরুত্বপুর্ন ম্যাসগুলোতে র‌্যাবের তল্লাশী শুরু হয়েছে।

গতকাল শুক্রবার রাত থেকে এই তল্লাশী অভিযান শুরু হয়েছে। অভিযানের অংশ হিসেবে গতরাতে শহরের বেশ কয়েকটি এলাকার বিভিন্ন আবাশিক হোটেল সহ ছাত্রাবাস ও ম্যাসগুলোতে অভিযান চালিয়ে সেখানে রাত্রী যাপন করা সদস্যদের তল্লাশী করা হয়।

র‌্যাব - ৫ এর সিপিসি ২ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার যায়েদ শাহরিয়ার ও স্কট কমান্ডার এএসপি আজমল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা হয়। পরবর্তিতে জেলার সকল আবাশিক হোটেলগুলোতে এই অভিযান অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads