বাগেরহাটে আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বাগেরহাটে আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর, ২০১৮

বাগেরহাট পৌর সভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার গভীর রাতে শহরের সরুই এলাকার ওই কার্যালয়টিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বাগেরহাট ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের দু‘টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এরমধ্যে অফিসে টেলিভিশনসহ অনেক জিনিসপত্র পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাগেরহাট পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম মুক্ত জানান, শুক্রবার রাতে নেতাকর্মীরা অফিসটি বন্ধ করে বাড়িতে যায়। রাত সাড়ে ৩টার দিকে দূর্বৃত্তরা অফিসটিতে অগ্নিসংযোগ করে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। বিএনপি-জামায়াত চক্র এঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবী করেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ( ডিএডি) মাসুদ সরদার জানান, খবর পেয়ে বাগেরহাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাৎ হোসেন বলেন, শনিবার রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা আওয়ামী লীগের একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়। পুলিশ তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads